উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

North Bengal Express Gaja rescue


আজ বামনহাট স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ার ঠিক বিশ মিনিট আগে গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। দুপুর আনুমানিক দেড়টা নাগাদ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানা এবং বামনহাট জিআরপি-র একটি যৌথ অভিযানে এই বিপুল গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে।

মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল। সেই অনুযায়ী তাঁরা নাকা চেকিং চালাচ্ছিলেন। তবে কোনো কারণে পাচারকারীরা সেই নাকা এড়িয়ে যেতে সক্ষম হয়। এরপর তাঁরা জানতে পারেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসের মাধ্যমে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে। এর পরেই সাহেবগঞ্জ থানা এবং বামনহাট জিআরপির যৌথ অভিযানে এই গাঁজা উদ্ধার করা সম্ভব হয়। 



মহকুমা আধিকারিক আরও জানান, উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামরা থেকে দুটি ট্রলি ভর্তি গাঁজা উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে কোনো পাচারকারীকে পাওয়া যায়নি। তবে তিনি জানান, যেহেতু রেলের অভ্যন্তরীণ বিষয় জিআরপির আওতায় পড়ে, তাই উদ্ধার হওয়া গাঁজা বামনহাট জিআরপি-র কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে এখনও বামনহাট রেলওয়ে ইনভেস্টিগেশন সেন্টারের ওসির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।