নিশিগঞ্জে গ্রেপ্তার এক যুবক, উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি

Nisiganj


সমির হোসেন, কোচবিহার: 

কোচবিহার জেলার নিশিগঞ্জ থানা এলাকার রুনিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রাজীব দাস। বয়স ২৩ বছর।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তার ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।


ঘটনার পর রাজীব দাসের বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রের উৎস ও সম্ভাব্য অপরাধমূলক চক্রের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল কিনা, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।


জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে আমাদের নজরদারি ও তল্লাশি অভিযান নিয়মিত চালু রয়েছে। সমাজে সুরক্ষা বজায় রাখতে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে আমরা বদ্ধপরিকর।"



এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।