লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল, দুর্ভোগে যাত্রীরা

Down bangaon rail derail


দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হল ডাউন বনগাঁ লোকাল। দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় পিছনের দিকে দুটি বগি লাইনচ্যুত হয় বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১২টা থেকে আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে যাত্রীরা।

রেল সূত্রে খবর, ট্রেনটি বনগাঁ ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটেছে বেলা ১২টা নাগাদ। ট্রেনটির পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। যাত্রীদের নামিয়ে দিয়ে স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

এই দুর্ঘটনার কারণে দমদম ক‍্যান্টনমেন্টে দাঁড়িয়ে রয়েছে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে এবং পরের বনগাঁ লোকাল মধ‍্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে। দমদমের পাঁচ বা দু’নম্বর প্ল‍্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করাতে সময় লাগবে। ব্যস্ত সময়ে ব্যহত ট্রেন পরিষেবা। দুর্ভোগে যাত্রীরা।