Dearness Allowance: DA মামলা নিয়ে বড় আপডেট
আজ দুপুর ২ টায় ডিএ মামলার শুনানি থাকলেও, আদালতের অসুবিধার কারনে ফের পিছিয়ে গেলো তারিখ। আগামী ১৬ মে হবে চূড়ান্ত শুনানি।
আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, বিশেষ কারনে আদালতে আজ শুনানি করেনি। পরবর্তিতে আমাদের চাপে ১৬ তারিখ চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আর কোনভাবেই চুড়ান্ত শুনানি পিছাবে না। বিকাশ বাবু জানিয়েছেন- ‘‘আজ ২টোর সময় ডিএ মামলার শুনানি ছিল। আমরা সকলে উপস্থিত ছিলাম। কিন্তু আদালতে কিছু অসুবিধা থাকার কারণে শুনানি হল না। আমাদের অনুরোধে আগামী শুক্রবার এই মামলার শুনানি স্থির করা হয়েছে। বলা হয়েছে, আর তারিখ বদল হবে না। আমরা আশা করতে পারি, শুক্রবার এই মামলার চূড়ান্ত শুনানি হবে। বার বার এই মামলা পিছিয়ে যাওয়ায় আন্দোলনের নেতাদের উপর চাপ পড়ছে। আমাদেরও খুব অসুবিধা হচ্ছে।’’
কর্মচারী পরিষদের আইনজীবী পি এস পাটিওয়ালা, সংগ্রামী যৌথ মঞ্চের সিনিয়র আইনজীবী গুরুকৃষ্ণ কুমার, নচিকেতা যোশী, সিদ্ধার্থ ব্যানার্জি,বিক্রম ব্যানার্জি, কনফেডারেশনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দীরা একযোগে আদালতে রাজ্যের আবেদনের বিরোধিতা করে জানান রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন, তাই এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। এরপরই রাজ্যের আইনজীবীকে মাননীয় বিচারপতি বলেন আগে কর্মচারীদের প্রাপ্য বকেয়ার ৫০ % দিয়ে দিন,তারপর আপনাদের কথা শুনবো। একই সাথে আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন স্থির করলেন।
পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ আইনজীবীকে সেইদিন স্বশরীরে বা ডিজিটাল মাধ্যমে শুনানিতে উপস্থিতি নিশ্চিত করতে বললেন। নচেৎ মামলার নির্দেশ আইনজীবীকে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন।
তবে আজকের আদলতের মৌখিক নির্দেশ লিখিত নির্দেশের কপিতে লিপিবদ্ধ হবে না বলে আদালত জানিয়েছেন।
এই নিয়ে সুপ্রিম কোর্টে পর পর ১৮ বার ডিএ মামলার শুনানি পিছোল। শেষ বার এই শুনানি হয়েছিল ২০২৪ সালের ১ ডিসেম্বর।
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। গত ১১ মে এজলাস বদল করে ওই মামলা পাঠানো হয় বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সেখানেই বুধবার শুনানির কথা ছিল। কিন্তু নতুন বেঞ্চের তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। ফলে বুধবার শুনানি নিয়ে অনিশ্চয়তা ছিলই। সেই জল্পনা সত্যি করে শুনানি আবার পিছিয়ে গেল। আগামী শুক্রবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊