কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রী বিজয় শাহর
কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রী বিজয় শাহর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারত। শুরু হয় 'অপারেশন সিঁদুর।' এরপর সাংবাদিক বৈঠক করে সকলের চোখের মণি হয়েছেন সোফিয়া কুরেশি। এই পরিস্থিতিতে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রী বিজয় শাহর।
তিনি বলেন, যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাঁদের নিজের বোনকেই ব্যবহার করে, হামলাকারীদের নাস্তানাবুদ করেছি। ওরা (জঙ্গিরা) পোশাক খুলিয়ে বেছে বেছে হিন্দুদের মেরেছে। আর মোদিজি, ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সমাজের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছে।' এই মন্তব্যে সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও।
বিজেপি মন্ত্রী বিজয় শাহর এরুপ মন্তব্যে কার্যত নিন্দার ঝড়। কুরেশিকে জঙ্গিদের সম্প্রদায়ের বোন বলে উল্লেখ করায় বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয় গোটা দেশ।
মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ এর বিতর্কিত মন্তব্যের পর ইতিমধ্যেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এটা যে একজন মহিলাকে তীব্র অপমান করা হয়েছে, সেটা জানিয়ে প্রতিবাদ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।
বিতর্ক চরম আকার নিতেই এই বিষয়ে মুখ খুলেছেন বিজয় শাহ। তাঁর দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সোফিয়া আমার নিজের বোনের চেয়েও বেশি সম্মানের। তাঁকে আমি স্যালুট জানাই। যদি আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকে তবে ১০ বার ক্ষমা চাইতেও আমি প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊