Coochbehar News: জ্বলছে আলো, ঘুরছে পাখা কিন্তু জনমানব শূন্য জেলা শাসক দপ্তর

Coochbehar News: জ্বলছে আলো, ঘুরছে পাখা কিন্তু জনমানব শূন্য জেলা শাসক দপ্তর



অজানা কারণেই বন্ধ কোচবিহারের জেলা শাসক দপ্তর! উল্লেখ্য অন্যান্য দিন সকাল থেকেই খোলা থাকে কোচবিহার জেলা শাসকের দপ্তর। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দেখা গেল কোচবিহারের সাগরদিঘী লাগোয়া এলাকার জেলাশাসক দপ্তরে অদ্ভুত দৃশ্য।

এদিন অর্থাৎ আজ দেখা যায় কোচবিহার জেলাশাসক দপ্তরের ভেতরের সমস্ত ঘর খোলা থাকলেও সেখানে নেই দপ্তরের কোন আধিকারিক এমনকি জেলাশাসক নিজেও।

কিন্তু কি কারনে এমন দৃশ্য জেলাশাসক দপ্তরে, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এর কোন সদুত্তর পাওয়া যায়নি কোন সরকারি আধিকারিক এর কাছ থেকে।

এ বিষয়ে কোচবিহার জেলাশাসক দপ্তরে পরিষেবা নেওয়ার জন্য আসা সাধারণ মানুষরা জানাচ্ছেন তারা জেলাশাসক দপ্তরে এসেছিলেন পরিষেবা নেওয়ার জন্য, তবে এসে দেখেন জেলাশাসক দপ্তর খোলা থাকলেও নেই কোন কর্মী।

কি কারনে এই জেলাশাসক দপ্তরে আজ এমন দৃশ্য তা এখনো জানা যায়নি। এমনকি পুলিশের তরফেও এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি ।