Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভালোবাসা কখনোই মরেনা, চিরন্তন ভালোবাসার কথা শোনাতে রিলিজ হলো 'রাই, শুধু তোমার জন্য' টিজার

ভালোবাসা কখনোই মরেনা, চিরন্তন ভালোবাসার কথা শোনাতে রিলিজ হলো 'রাই, শুধু তোমার জন্য' টিজার



গত রবিবার কুঁড়েঘর ফিল্মস থেকে রিলিজ হলো "রাই, শুধু তোমার জন্য " শর্ট ফিল্মের টিজার। মূল ভিডিওটি আসছে আগামী রবিবার ২৫ ই মে কুঁড়েঘর ফিল্মস এর ইউটিউব চ্যানেলে।

এই শর্টফিল্মটির কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন প্রবীর সরকার, অভিনয় করেছেন সুস্মিতা সাহা, অয়নিকা এবং অলোক সাহা, চিত্রগ্রহণ করেছেন রূপম ঘোষ, কবিতা পাঠ করেছেন অনুশ্রী রায় ও প্রবীর সরকার,সম্পাদনা ও পরিচালনা করেছেন অলোক সাহা।

কাহিনী ও চিত্রনাট্যকার প্রবীর সরকার বলেন এটি একটি বিরহের কাহিনী, প্রিয়জন বিয়োগের পরে প্রতি ক্ষনে ক্ষনে স্মৃতি রোমন্থন করেছেন গল্পের নায়ক,ভালোবাসা কখনোই মরেনা, ভালোবাসা চিরন্তন, শাস্বত, আশাকরি শর্টফিল্মটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।

পরিচালক অলোক সাহা বলেন নিজেদের সেরাটা দিয়ে কাজটা করেছি আমরা দর্শকদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। একটু অন্যরকম একটি প্রচেষ্টা আমাদের। আগামী রবিরার পুরো ছবিটি আসছে। তিনি সকলকে সম্পুর্ন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code