দিনহাটা গেট ও সেলফি জোনের শুভ উদ্বোধনের আগে পর্যবেক্ষনে মন্ত্রী উদয়ন গুহ
দিনহাটা গেট ও সেলফি জোনের উদ্বোধন হতে চলেছে ২৭মে। আগামী ২৭ মে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে দিনহাটা গেট ও সেলফি জোন। এরই প্রাক্কালে বৃহস্পতিবার দুপুরে নির্মাণকাজের চূড়ান্ত পর্যায় পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।
বৃহস্পতিবার দুপুর ১২:৪০ মিনিটে দিনহাটা বুড়িরপাঠ মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছান মন্ত্রী। সেখানে নির্মাণাধীন দিনহাটা গেট ও সেলফি জোনের শেষ মুহূর্তের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরীসহ অন্যান্যরা।
মন্ত্রী উদয়ন গুহ নির্মাণকাজের গুণগত মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে নির্মিত এই স্থাপনাটি দিনহাটার পর্যটন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ২৭ মে সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী উদয়ন গুহ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊