'এটা তোমার দিনহাটা ভাইবো না' দিনহাটার ভাষায় উদয়নকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী!
দিনহাটার বিধায়ক উদয়ন গুহ কে 'এটা তোমার দিনহাটা ভাইবো না' বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা উচ্ছ্বসিত হয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে থাকেন।
সোমবার বিকেল ৫:৪০ মিনিট নাগাদ দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীদের সামাজিক মাধ্যমে পোস্ট ভাইরাল হতে থাকে। প্রসঙ্গত শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে উত্তরবঙ্গ বিজনেস মিট ২০২৫ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ভাষণ রাখতে আমন্ত্রণ জানান। তবে সেই আমন্ত্রণে সতর্কতার সুরে জানান- 'তুমি ভেবো না এটা দিনহাটা' ।
আত্মবিশ্বাসের সঙ্গে হালকা মেজাজেই নিজের বক্তব্য শুরু করে প্রথমেই নিজেকে ‘দুর্মুখ’ বলে উল্লেখ করেন উদয়ন। তার পরে বলেন যে, তাঁর এই স্বভাবের কারণে মুখ্যমন্ত্রীও সম্ভবত তাঁকে একটু ‘ভয় পান’। উদয়নের এই মন্তব্য শুনেই মমতা মাইক্রোফোন তুলে নেন। বলেন, ‘‘আমি কাউকে ভয়-টয় পাই না!’’ উদয়ন এরপরেই বলেন, ‘‘আমাকে নয় দিদি, আমার মুখকে।’’ মমতা ফের বলেন, ‘‘তোমার মুখকেও আমি ভয় পাই না।’’ কিন্তু এর পরে হালকা মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি শুধু তোমাকে বলে দিলাম, এটা দিনহাটা নয়, সেটা মনে রেখ।’’
এক মিনিটের বক্তব্যে উদয়ন বলেন, ‘‘সবাই আজ যে রকম সমর্থন মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইলেন, সেই একই সমর্থন যদি আপনাদের দিক থেকে মুখ্যমন্ত্রীর দিকেও আসে, তা হলে আরও ভাল হবে।’’
এরপর বক্তব্য শুনে অত্যন্ত খুশি হন মুখ্যমন্ত্রী। খুশিতে বলেন- 'ওকে একটা রসগোল্লা খাওয়াতে হবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊