Latest News

6/recent/ticker-posts

Ad Code

CPIM ছেড়ে BJP তে এসেই 'ভারত মাতার জয়' গানে সুর দিলেন ঈশ্বর

CPIM ছেড়ে BJP তে এসেই 'ভারত মাতার জয়' গানে সুর দিলেন ঈশ্বর




সোমবার জলপাইগুড়ি জেলার বানার হাট এলাকায় অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তিরঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিনের এই অনুষ্ঠান মঞ্চে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন ডুয়ার্সের বর্ষীয়ান বামপন্থী নেতা তথা কবি, সাংস্কৃতিক কর্মী ঈশ্বর রায়।

এদিন CPIM এর পতাকা ছেড়ে BJP-এর পতাকা হাতে নিয়েই 'ভারত মাতার জয়' গানে সুর দিলেন ঈশ্বর রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code