KL Rahul: ভাঙলেন কোহলির রেকর্ড! এক সেঞ্চুরিতে ৫ বড় রেকর্ড কেএল রাহুলের

KL Rahul


সেঞ্চুরি হাঁকিয়ে একের পর এক রেকর্ড গড়লেন কেএল রাহুল।রবিবার গুজরাত টাইটান্সের বিপক্ষে ৬৫ বলে ১১২ রানের ইনিংস খেলে ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। গড়লেন পাঁচ নজির। কেএল রাহুল আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন দলের হয়ে সেঞ্চুরি করলেন। রবিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে কেএল রাহুল সেঞ্চুরি করেছিলেন। তিনি এর আগে পাঞ্জাব কিংস এবং লখনউ সুপারজায়ান্টসের হয়েও সেঞ্চুরি করেছেন।


আইপিএলে এটি কেএল রাহুলের পঞ্চম সেঞ্চুরি। আইপিএলে সর্বাধিক সেঞ্চুরি করার নিরিখে তিনি চতুর্থ স্থানে পৌঁছেছেন। আইপিএলে সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ক্রিস গেইল ৭টি সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে এবং জস বাটলার ৬টি সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।


আইপিএলের চলতি মরশুমে এর আগে চারজন বাঁহাতি ব্যাটসম্যান ইশান কিষাণ, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আর্য সেঞ্চুরি হাঁকিয়েছেন। ডান হাতি ব্যাটসম্যান হিসেবে তিনিই প্রথম সেঞ্চুরি হাঁকালেন।


টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৮০০০ রান করা ভারতীয় ব্যাটসম্যান হওয়ার নজির গড়লেন রাহুল। ২৪৩ ইনিংসে কোহলির করেছিলেন ৮০০০ রান। তবে ২২৪ ইনিংস খেলেই এই নজির গড়ে ফেললেন রাহুল। কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসের আইপিএল ইতিহাসে নবম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন। গুজরাতের বিরুদ্ধে ৬০ বলে সেঞ্চুরি করেন তারকা ব্যাটার।