নিহত জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি, মুর্শিদাবাদের সভা থেকে ঘোষণা মমতার

Mamata Banerjee


মুর্শিদাবাদ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুর্শিদাবাদ সফরে এসে সুতিতে সভা থেকে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত সেনা জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা থেকে নিহতের স্ত্রীকে পাশে নিয়েই এই ঘোষণা করেন তিনি।

নিহত জওয়ানের স্ত্রীকে হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি জওয়ানের সন্তানদের পড়াশোনার দায়িত্বও নিচ্ছে রাজ্য প্রশাসন।

যখন পহেলগাম কাণ্ডে শোরগোল সারা দেশজুড়ে। সেই আবহে জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেনা জওয়ান ঝন্টুর। ৬ প্যারা এসএফ এ কর্মরত ছিলেন ঝন্টু আলি সেখ।

এদিন কপ্টারে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে পৌঁছোন মুখ্যমন্ত্রী। সেখানে বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলছেন তিনি। এরপর সুতিতে সভায় যান মুখ্যমন্ত্রী।