জম্মুতে ঢোকার চেষ্টা জঙ্গিদের! বিএসএফের গুলিতে হত সাত

জম্মুতে ঢোকার চেষ্টা জঙ্গিদের! বিএসএফের গুলিতে হত সাত



শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়, জৈশ-ই-মোহাম্মদের (জেইএম) সাথে জড়িত সন্দেহে সাত সন্ত্রাসীকে হত্যা করে, সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে।

৮ মে রাত ১১ টার দিকে অভিযানটি শুরু হয়, যখন বিএসএফ সৈন্যরা সাম্বা সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে।

"৮ মে ২০২৫ তারিখে প্রায় ২৩০০ ঘন্টায়, বিএসএফ জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়," বিএসএফ X-এর একটি পোস্টে নিশ্চিত করেছে।

বিএসএফের দেওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে ঘন জঙ্গলের ছবি। নিস্তব্ধতার মধ্যে একের পর এক গুলি চলেছে। ভিডিয়োটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই-ও। বিএসএফের তরফে জানানো হয়েছে, ৮ এবং ৯ তারিখের মধ্যবর্তী রাতে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদের একটি বড় দল অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাবাহিনীর নজরদারিতে তা ধরা পড়ে যায়।

পিটিআইকে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি রেঞ্জার্স ঘাঁটি থেকে এই অনুপ্রবেশের চেষ্টাকে সাহায্য করা হচ্ছিল। অনবরত সেখান থেকে গুলি চালানো হচ্ছিল, যাতে ওই জঙ্গিরা উল্টো দিক থেকে কোনও বাধার সম্মুখীন না হয়। পাকিস্তানি রেঞ্জার্সের ধনধর পোস্টটিও বিএসএফের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি।

বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্তলাগোয়া এলাকায় হামলা চালায় পাকিস্তান। একের পর এক রকেট, ড্রোন যদিও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দেয় সেই হামলা। তার মাঝেই সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ।