প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা মুকুল দেব

Mukul Deb


প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা মুকুল দেব। তবে কি কারণে তাঁর মৃত্যু তার স্পষ্ট হয়নি। জিৎ-র সঙ্গে বাংলা সিনেমাতেও কাজ করেছিলেন মুকুল দেব। মূলত খলনায়কের চরিত্রেই সিনেমায় দেখা যেত তাঁকে। বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই তিনি। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল। ভর্তি ছিলেন আইসিইউতে।

একাধিক বলিউড সিনেমায় কাজ করেছেন। জিতের সঙ্গে বাংলা সিনেমা 'আওয়ারা'- তে কাজ করেছেন মুকুল দেব। এই ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ হয় মুকুলের। এরপর জিতের আরও একটি সিনেমা 'সুলতান'- এও দেখা গিয়েছে মুকুল দেবকে। ১৯৯৬-এ টেলিভিশনের হাত ধরেই কাজ শুরু তাঁর। তাঁর প্রথম ছবির নাম 'দস্তক'। নায়িকা ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। 'সন অফ সর্দার', 'ইয়মলা পাগলা দিওয়ানা', 'আর রাজকুমার', 'জয় হো'- র মত ছবিতে অভিনয় করেছেন।

অভিনেতা ছাড়াও তিনি এরোনটিক্সের ডিগ্রিধারী ছিলেন। রায়বরেলির ইন্দিরা গাঁধী ইন্সটিটিউ অফ এভিয়েশন থেকে সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। ২০২১ সালে বলিউডে ২৫ বছর পূরণ করেছিলেন মুকুল দেব। ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর দিল্লিতেই জন্ম মুকুল দেবের। হিন্দির পাশাপাশি অভিনেতা কাজ করেছেন পঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালি এবং বাংলা ছবিতে।

বিটাউনের আরেক অভিনেতা বিন্দু দারা সিং ও টলিউড অভিনেতা জিৎ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।