Breaking: বেজে উঠেছে সাইরেন, ব্ল্যাকআউট জারি জম্মুতে

Sirens sound, blackout declared in Jammu



বৃহস্পতিবার রাত ৮.৩০ নাগাদ জম্মু শহরে গোলাগুলির শব্দ শোনা যায়। মাঝেমধ্যেই গুলিবর্ষণ চলতে থাকে। যার কারণে মানুষ ভীত।


ইতিমধ্যে, জম্মু বিমানবন্দর, আর আসপুরা এবং সাম্বায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে। সাইরেনও বেজে উঠেছে।


শেষ পাওয়া খবরে জম্মুতে আক্রমন শুরু করেছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। সুদর্শনের আঘাতে ধ্বস্ত হচ্ছে পাক আক্রমন।


ইতিমধ্যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সমস্ত ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে খবর।

আরও জানতে- Click Here