গ্রামে থেকেও ভালো রেজাল্ট সম্ভব, জানাল রাজ্যে সপ্তম কোয়েল

Better results are possible even in villages, says Saptam Koel in the state


আধুনিক শহরকে ছাপিয়ে তিস্তা পাড়ের গ্রামীণ স্কুলের কোয়েল গোস্বামী রাজ্যে ৭ তম হয়ে মান বাঁচালো জেলার। জানাল, গ্রামে থেকেও ভালো রেজাল্ট সম্ভব।

গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর স্রোতের বিপরীতে সাঁতার কেটে নিজেকে তৈরি করেছিল কোয়েল গোস্বামী, হাজারো প্রতিকূলতার মাঝেও কি ভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে হয় সেই মন্ত্র দিয়েছিল গ্রামীন হাটে পান বিক্রেতা বাবা, আর মগজে শান দিয়েছিল কচুয়া বোয়াল মারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা।

তারই ফল স্বরূপ আজ জলপাইগুড়ি জেলার মান বাঁচালো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ৭ তম স্থান অধিকার করা কোয়েল গোস্বামী। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে কোয়েল বলে, মা,বাবা, আর স্কুলের শিক্ষক,এই তিন শক্তির জোরেই আজকের এই সাফল্য।

বাবা হয়ে মেয়ের সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, আজ খুবই আনন্দের দিন ,অনেক কিছু না পেয়েই এই স্থানে পৌঁছেছে মেয়ে,উজ্জ্বল করেছে গ্রামের সঙ্গে জেলার নাম।

তবে মগজ অস্ত্রে যিনি শান দিয়েছিলেন রাজ্যে ৭ তম স্থান অর্জন করা কোয়েল গোস্বামীর সেই স্কুলের শিক্ষক বলেন,এমন পরিস্থিতি থেকে এই পর্যায়ে পৌঁছনো মানে বুঝে নিতে হবে, ওর মেধা এবং একাকগ্রতার শক্তিকে, আমরা চাই ওর এগিয়ে যাবার পথে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।