বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা: সর্বত্র নোংরা আবর্জনার স্তূপ

Bamanhat Hospital


বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিত্র অত্যন্ত হতাশাজনক। স্বাস্থ্য কেন্দ্রের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। কোথাও পড়ে আছে উচ্ছিষ্ট ভাত, কোথাও পানের পিক। এমনকি, স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালগুলি পর্যন্ত ভরে উঠেছে গুটকার দাগে। দেখলে মনে হয় যেন এটি একটি আস্ত ডাস্টবিন।


অথচ, স্বাস্থ্য কেন্দ্রে আসা সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো রয়েছে। সেখানে স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বেশিরভাগ মানুষই নিজেদের খেয়ালখুশি মতো কাজ করছেন। স্বাস্থ্য কেন্দ্রের বাইরে ডাস্টবিন রাখা থাকলেও, তা যেন কারও নজরেই পড়ছে না।



স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সাথে কথা বললে তাঁরা জানান, সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাঁরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কিছুতেই কোনো ফল পাওয়া যাচ্ছে না।



এই বিষয়ে বমনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেরাজ উদ্দিন আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য কেন্দ্রে আসা সাধারণ মানুষকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করার পরেও তাঁরা যত্রতত্র নোংরা আবর্জনা ফেলছেন। তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখা আছে এবং সচেতনতামূলক বড় বড় পোস্টার লাগানো হয়েছে। এত কিছুর পরেও কিছু মানুষ এ ধরনের কাজ করছেন।



ডাক্তার মেরাজ উদ্দিন আহমেদ সাধারণ জনগণের কাছে আবেদন জানিয়েছেন, আগামী দিনে তাঁরা যেন স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার রাখার জন্য কর্তৃপক্ষকে সাহায্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন বেসরকারি হাসপাতালে গেলে দেখা যায় সেগুলি তুলনামূলকভাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাঁর প্রশ্ন, বেসরকারি হাসপাতালে গিয়ে যদি সাধারণ মানুষ সচেতন হতে পারেন, তাহলে সরকারি হাসপাতাল পরিষ্কার রাখতে তাঁদের অসুবিধা কোথায়?