৯০ কেজি গাঁজা উদ্ধার সাহেবগঞ্জ থানার পুলিশের

Ganja rescue


সমির হোসেন, দিনহাটা

সুনির্দিষ্ট গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার ফক্করের হাট গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করল কোচবিহার জেলা পুলিশ। বিপুল পরিমাণ এই মাদক হেরম্ব নারায়ণ প্রধানের পুত্র সুশান্ত প্রধানের বাড়িতে তিনটি বস্তায় লুকানো অবস্থায় পাওয়া যায়।

অভিযান চলাকালীন বাড়ির বাসিন্দারা চম্পট দেয় বলে জানা গিয়েছে। তল্লাশি ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন হয়।

বিষয়টি নিয়ে পুলিশ জানিয়েছে, NDPS আইনের (Narcotic Drugs and Psychotropic Substances Act) প্রাসঙ্গিক ধারায় সুশান্ত প্রধানের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। মাদকের উৎস এবং বৃহত্তর পাচারচক্রের সঙ্গে যুক্ত কোনো চক্রের খোঁজ পেতে তদন্ত শুরু হয়েছে।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “এই ধরনের বেআইনি মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। জনসাধারণের সহযোগিতা নিয়ে আমরা জেলার প্রতিটি প্রান্তে নজরদারি আরও বাড়াচ্ছি।”

উল্লেখযোগ্যভাবে, ফক্করের হাট এলাকায় এই ধরনের মাদকের চালান উদ্ধারের ঘটনা বিরল হলেও, এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।