কোচবিহার সাহিত্যসভায় অনুষ্ঠিত হল YPTRC পুরস্কার বিতরণী অনুষ্ঠান
YPTRC ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ কোচবিহারের সাহিত্য সভা হল ঘরের সাংস্কৃতিক মঞ্চে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তরুণ কান্তি চক্রবর্তী, অধ্যাপক রাজা ঘোষ, শিক্ষক সম্রাট দাস, শিক্ষক তপন বর্মন, শিক্ষক অচিন্ত্য বর্মন, দীপক বর্মন প্রমুখ।
প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপস্থিত অতিথিবর্গ। এরপর দিনহাটা ইউনিক যোগা ও ডান্স একাডেমীর ছাত্রছাত্রীরা তাদের নৃত্যের মধ্যদিয়ে এদিনের অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।
মঞ্চে উপস্থিত অতিথিবর্গের বক্তব্যে মেধা অন্বেষণ পরীক্ষার গুরুত্ব এবং সেই সাথে YPTRC এর পরীক্ষার সফলতার বিষয়টি উঠে আসে। ২০১৮ সাল থেকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা শুরু হয়েছিলো।
YPTRC পরীক্ষা ও সার্কেলের প্রতিষ্ঠাতা আরিফ হোসেন বলেন " ২০২৪ সালে জেলা জুড়ে মোট ১০ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। প্রায় তিন হাজার ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। শ্রেণী ভিত্তিক মেধা তালিকায় থাকা প্রথম পাঁচজনকে আজকের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এই বছরের ফর্ম ফিলাপ আজ থেকে শুরু করা হলো, পরীক্ষা হবে বিগত বছরের ন্যায় ওএমআর সিটে।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী অরবিন্দ শর্মা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊