৭ দফা দাবিতে কোচবিহার রেল স্টেশনে ডেপুটেশন রেল যাত্রী সমিতির

Cob rail yatri


৭ দফা দাবিতে কোচবিহার রেল স্টেশনে ডেপুটেশন রেল যাত্রী সমিতির। উপস্থিত ছিলেন আহ্বায়ক রাজা ঘোষ, তাপস বর্মন, তরুন কান্তি চক্রবর্তী, চয়ন সরকার, শিবান্জন সরকার , জয় গোপাল ভৌমিক, উদয় বরুয়া, কামাক্ষা চক্রবর্তী, সুরজ চৌহান, হীরক দাস, দেবনীল ঘোষ, দিবাকর ভট্টাচার্য , প্রভাত সরকার, বাসুদেব দাস, নারায়ন পাল, দীপক দাস, সত্যেন দত্ত, গৌতম দত্ত ও আরো অনেকে।

মূল দাবি গুলি হল:

১. শিলিগুড়ি জংশন বামন হাট (ভায়া নিউ ময়নাগুড়ি, ফালাকাটা ইত্যাদি) লোকাল ট্রেন সহ মোট চার জোরা লোকাল ট্রেন কে পুনরায় চালু করা।

২. উত্তরবঙ্গ এক্সপ্রেসের নয়টি স্লীপার কোচ পুনরায় দেওয়া।

৩. নিউ কুচবিহারে পিট লাইন, সিক লাইন চালু করা

৪. দিনহাটা সাহেবগঞ্জ রোড, কোচবিহার টাউন স্টেশন এর উত্তর দিকের রেলগেট (বিবেকানন্দ স্ট্রীট), ব্যাং চাত্রা রোড, হরিণ চওড়া রোড ইত্যাদির রেলগেটে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণ

৫. আগরতলা তেজাস রাজধানী এক্সপ্রেস এর নিউ কোচবিহারে স্টপেজ

৬. নিউ কোচবিহার অথবা আলিপুরদুয়ার জংশনে মেমু মেইনটেনেন্স কার শেড নির্মাণ

৭. নিউ কোচবিহারে এক নম্বর প্লাটফর্মে আরো বিশ্রামাগার ও আরেকটি ফুট ওভার ব্রিজ নির্মাণ