Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি র প্লাটিনাম জুবিলী সমাবেশ মহাবোধি সোসাইটি হলে

পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির প্লাটিনাম জুবিলী সমাবেশ মহাবোধি সোসাইটি হলে

West Bengal Teachers' Association's Platinum Jubilee gathering at Mahabodhi Society Hall


সুরশ্রী রায় চৌধুরী, ১৩ই এপ্রিল ২০২৫ কলকাতা:

কলেজ স্কোয়ারে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া প্রেক্ষাগৃহে, পালিত হলো পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রারম্ভে সমিতির সভাপতি পতাকা উত্তোলন করেন। সমিতির প্রয়াত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী দের উদ্দেশ্যে,সাধারণ সম্পাদক শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরেই মূল অনুষ্ঠান মঞ্চে শুরু হয়।

সমিতির প্লাটিনাম জুবিলী সমাবেশ এ প্রদীপ প্রজ্জ্বলন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য ড: দীপক কর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: সমীর কুমার চট্টোপাধ্যায় সহ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ। পরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সমিতির বর্ষীয়ান শিক্ষক মশাই। স্বাগত ভাষণ দেন সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ। পরে উপস্থিত শিক্ষক সমাবেশ এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য ড: দীপক কর তাঁর ভাষণে সমাজবাদী এই শিক্ষক সমিতির কাজ কর্মের ভুয়সী প্রশংসা করেন।

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা শিক্ষক শিক্ষিকার চাকরী চলে যাওয়া ঘটনার আকস্মিকতায় দুঃখ প্রকাশ করেন ও মানবিক মুখ্যমন্ত্রী র সহানুভূতি তে কিভাবে তাঁরা আবার চাকরিতে যোগ দিতে পারেন সে বিষয়ে আলোকপাত করেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সমীর চট্টোপাধ্যায় বক্তব্যে শিক্ষক সমিতির সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

ছাত্র ছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয় সুস্থ রাখতে সমবেত সহযোগিতা নিয়ে আরো শত বর্ষের দিকে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। এর পর সমিতির সভাপতি গোলাম মোস্তফা সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য শিশির কুমার সরকার, ঝন্টু প্রসাদ মন্ডল বক্তব্য রাখেন। সমিতির ৭৫বছর পূর্তিতে ভারতীয় ডাক টিকিট এর এলবাম ও প্রকাশিত হয় মাননীয় উপাচার্য ও অধ্যাপক এর হাত দিয়ে। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে সত্তর ঊর্ধ সমস্ত জেলার পাঁচ জন করে শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়। শিক্ষার উন্নয়নে এই সমিতির দায়বদ্ধতা থাকবে এই শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠান শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code