SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্ষদ

Supreme Court


স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্ষদ। মামলার মডিফিকেশন চেয়ে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে আবেদন পর্ষদের।

সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলির ২৫,৭৩৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী চাকরি যাওয়ার পর কার্যত ভেঙে পড়ার মুখে শিক্ষা ব্যবস্থা। এর মধ্যেই পর্ষদের আবেদন, যত দিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত ‘যোগ্য’ চাকরিহারাদের চাকরিতে বহাল রাখা হোক।

নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত ‘যোগ্য’ চাকরিহারাদের কাজ চালাতে দেওয়া হোক এমনটাই আবেদন পর্ষদের। এই নিয়ে শীর্ষ আদালত প্রয়োজনমতো অন্য নির্দেশ দিক বলে আবেদনে জানিয়েছে তারা।

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় দেশের শীর্ষ আদালত। আর এই রায়ের ফলেই চাকরি হারায় ২৬ হাজার চাকরিজীবী। ঘোষিত রায়ে বলা হয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ২০১৬ সালের এসএসসি পেয়ে যাঁরা চাকরি করছিলেন, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।