একমাত্র ভারতীয়, টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করলেন কিং কোহলি
রবিবার টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করলেন কিং কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার ৬২ রানে অপরাজিত ছিলেন কোহলি আর সেই ম্যাচে অর্ধশতরান করার সাথে সাথেই নয়া নজির গড়ে ফেললেন তিনি। রবিবার ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত কোহলি ফিল সল্ট আউট হওয়ার পরে দলকে টানলেন। সেই সঙ্গে গড়লেন রেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরানের অধিকারী কোহলি। ১০০টি অর্ধশতরান করে ফেললেন তিনি। ভারতীয় হিসাবে কোহলিই একমাত্র এই কীর্তির মালিক। টি-টোয়েন্টিতে এখন কোহলি করেছেন ১০০টি অর্ধশতরান এবং ৯টি শতরান।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক যদিও ডেভিড ওয়ার্নার তার ঝুলিতে ১০৮টি অর্ধশতরান। কিন্তু চলতি আইপিএলে দল পাননি তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। অর্ধশতরানের তালিকায় ওয়ার্নারের পরেই রয়েছেন কোহলি। তৃতীয় স্থানে বাবর আজ়ম। তিনি ৯০টি অর্ধশতরান করেছেন।
দেশের জার্সিতে ৪০৪টি টি-টোয়েন্টি খেলে ৩৮টি অর্ধশতরান ও একটি শতরানে ১৩০৭২ রান করেছেন কোহলি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। এখন এই ফরম্যাটে শুধু আইপিএল খেলেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊