Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যর্থ করুণ দাপট, চলতি আইপিএলে প্রথম হার দিল্লীর

ব্যর্থ করুণ দাপট, চলতি আইপিএলে প্রথম হার দিল্লীর 

dc vs mi


দিল্লীর বিরুদ্ধে মুম্বইয়ের ২০৫ রানের স্কোর যা টপকাতে পারলো না করুন নায়াররা। মুম্বাইয়ের ২০৫ রানের নেপথ্যে অবশ্যই ওপেনার রিয়ান রিকেলটন। ২৫ বলে ৪১ রান করেন তিনি। যে ঝড় শুরুতেই তুলে দিয়েছিলেন রিকেলটন, সেটা গোটা ইনিংসে ধরে রাখলেন সূর্যকুমার যাদব। ২৮ বলে ৪০ রান করেন সূর্য। তিলক বর্মা ৩৩ বলে ৫৯ রান করেন এবং নমন ধীর ১৭ বলে ৩৮ রানের ইনিংস গড়েন। তাঁদের দাপটেই ২০৫ রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির হয়ে দাপট দেখালেন করুণ। তাঁর দুরন্ত ইনিংস মুম্বাইয়ের পাশাপাশি নিয়ে গেলেও দিল্লী মুম্বাইয়ের রানের পাহাড় টপকাতে পারলো না। বাংলার অভিষেক পোড়েলের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন তিনি। যদিও দিল্লির বাকি ব্যাটারেরা সেই ইনিংসে সম্মান দিতে পারলেন না। ১৯৩ রানে অল আউট হয়ে গেল দিল্লি। এ বারের আইপিএলে প্রথম বার হারল দিল্লি।

এদিন মুম্বাইয়ের বিরুদ্ধে তেমন ভালো জ্বলে উঠতে পারলো না দিল্লীর আর কোনো ব্যাটার। ১৫ রান তোলেন রাহুল, আশুতোষ ১৭, নিগম তুললো ১৪। ১৮ তম ওভারের শেষ তিন বলে নাটকীয় জয় ছিনিয়ে নেয় দিল্লী। শেষ তিন বলে পরপর আশুতোষ, কুলদীপ ও মোহিত রান আউট হয়ে ফেরেন। ১২ রানে জয় ছিনিয়ে নেয় মুম্বাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code