একমাত্র ব্যাটার হিসেবে নয়া নজির গড়লেন কোহলি
আইপিএলে একের পর এক রেকর্ড। দু’টি ছক্কা ও একটি চারে দিল্লির বিরুদ্ধে ১৪ বলে ২২ রান করেছেন কোহলি। আর এদিন তিনি গড়লেন অনন্য এক রেকর্ড। আইপিএলে ১০০০ চার-ছক্কা হাঁকানোর নজির স্পর্শ করলেন কোহলি। তিনিই একমাত্র ব্যাটার যাঁর কোনও টি-টোয়েন্টি লিগে হাজারের বেশি চার-ছক্কা রয়েছে। আইপিএলে এখনও পর্যন্ত তাঁর চার-ছক্কার সংখ্যা ১০০১। এর মধ্যে ৭২১ টি চার ও ২৮০টি ছক্কা।
আইপিএলে ১৮ তম বছর কোহলির। আর এই ১৮ বছরে তিনি ২৫৬টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন কোহলি। তালিকায় কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। আইপিএলে ৯২০টি চার-ছক্কা মেরেছেন তিনি। তার মধ্যে ৭৬৮টি চার ও ১৫২টি ছক্কা। এ বার অবশ্য দল পাননি ধাওয়ান। তিন নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি মোট ৮৯৯টি চার-ছক্কা মেরেছেন। তার মধ্যে ৬৬৩টি চার ও ২৩৬টি ছক্কা। ওয়ার্নারও এ বার নিলামে দল পাননি।
কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের শুরু থেকেই একই দলে খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিন বার ফাইনালে উঠলেও এক বারও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊