আবার চেন্নাইয়ের অধিনায়ক ধোনি! 

MSD


চেন্নাইয়ের অধিনায়ক ফের মহেন্দ্র সিং ধোনি। রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে বাদ যাচ্ছেন দল থেকে আর তার জায়গা অধিনায়কের ব্যাটন কাঁধে তুলে নিচ্ছেন ধোনি।

৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে জফ্রা আর্চারের বল রুতুরাজের কনুইয়ে লেগেছিল। সেই চোটেই পুরো আইপিএল থেকে বাদ পড়লেন তিনি। তাঁর জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ফেরানো হল পাঁচ বার সিএসকের আইপিএল ট্রফি জয়ী অধিনায়ক ধোনিকে।

দেশকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো অধিনায়ক ৪৩ বছর বয়সে নেতৃত্ব দেবেন চেন্নাইকে। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে দেখা যাবে ধোনিকে।

ইতিমধ্যে এই মরশুমে পাঁচটি ম্যাচ খেলেছে চেন্নাই। কিন্তু শুধুমাত্র একটি ম্যাচে জয় পেয়েছে আর চারটি ম্যাচেই হেরে গিয়েছে রুতুরাজের নেতৃত্বাধীন সিএসকে।