তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর হাতাহাতি, উত্তেজনা মেয়রের বাড়ির সামনেও

Two groups of Trinamool Chhatra Parishad clash, tension in front of the mayor's house



শিলিগুড়ি কলেজের সোশ্যাল অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর হাতাহাতি, উত্তেজনা মেয়রের বাড়ির সামনেও

শিলিগুড়ি কলেজে সোশ্যাল চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-এর দুই গোষ্ঠীর মধ্যে প্রবল হাতাহাতির ঘটনা ঘটে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পৌঁছে যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ির সামনে।

রাতে মেয়রের বাড়ির সামনে TMCP-এর একাধিক নেতা ও সদস্য জমায়েত হন। এমনকি শুরু হয় বিক্ষোভও। আচমকা বাড়ির সামনে এত ভিড় দেখে ক্ষুব্ধ হন মেয়র গৌতম দেব। ঘটনায় শাসক দলের অন্দরের অশান্তি আরও একবার প্রকাশ্যে আসে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।