Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি, SIR এ আবেদন করা যাবে আধার দিয়ে

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি, SIR এ আবেদন করা যাবে আধার দিয়ে


Bihar voter list 2025, Supreme Court Aadhaar verdict, 65 lakh voters name deleted Bihar, Aadhaar as voter ID proof, Bihar voter list correction news, SC order on voter list Bihar, Election Commission voter list update, ADR case Bihar voter exclusion, Bihar voter reapplication Aadhaar, Supreme Court directive on voter rights


বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়ার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এক ঐতিহাসিক নির্দেশে জানিয়ে দেয়, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করে পুনরায় আবেদন করতে পারবেন। জাতীয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশও দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাচন কমিশনকে আগামী মঙ্গলবারের মধ্যে বিহারের সংশ্লিষ্ট জেলা ও রাজ্য স্তরের ওয়েবসাইটে ৬৫ লক্ষ বাদ পড়া ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে। শুধু নাম নয়, কেন সেই নাম বাদ দেওয়া হয়েছে, সেই কারণও তালিকায় উল্লেখ করতে হবে। এই তথ্য EPIC নম্বরের ভিত্তিতে সার্চযোগ্য করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই নিজের নাম খুঁজে পেতে পারেন।

শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই তালিকা শুধু অনলাইনে নয়, স্থানীয় পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসে টাঙিয়ে রাখতে হবে। যাতে যাঁদের কাছে ইন্টারনেট নেই, তাঁরাও তালিকা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। আদালতের মতে, এই স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে ভোটারদের আস্থা ফিরবে নির্বাচন প্রক্রিয়ার প্রতি।

এই মামলাটি দায়ের করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR), যাঁরা অভিযোগ করেন যে নির্বাচন কমিশন বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, অথচ কোনও বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। মামলার শুনানিতে উঠে আসে, বাদ পড়া ভোটারদের মধ্যে অনেকেই জীবিত, অথচ তাঁদের নাম মৃত বলে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে আদালত নির্বাচন কমিশনকে কড়া ভাষায় জানিয়ে দেয়, ভোটাধিকার রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য।

আদালতের এই নির্দেশে বিহারের লক্ষ লক্ষ ভোটার যেমন স্বস্তি পেলেন, তেমনই নির্বাচন কমিশনের উপরও পড়ল দায়িত্বের বোঝা। আগামী ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে, তার আগে এই পদক্ষেপগুলি বাস্তবায়িত করতে হবে কমিশনকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code