উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ হড়পা বান আঘাত হানল জম্মু ও কাশ্মীরের চোস্তি জেলার কিশতোয়ারে। বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে একটার মধ্যে প্রবল মেঘভাঙা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় হঠাৎ করে হড়পা বান নামে। মুহূর্তের মধ্যে পাহাড় ভেঙে নেমে আসে জলধারা, যা রূপ নেয় ভয়ংকর বন্যায়। এই দুর্যোগে এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ১০০ জন। মৃতদের মধ্যে অধিকাংশই পূণ্যার্থী, যাঁরা মাচাইল মাতা মন্দিরে যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
মাচাইল মাতা মন্দিরটি পাহাড়ের প্রায় ৯,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। পূণ্যার্থীরা যখন যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ই পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে প্রবল জলস্রোত। হঠাৎ করে শুরু হওয়া এই দুর্যোগে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যাত্রাপথ, তাবু, খাবারের কেন্দ্র—সবকিছু মুহূর্তে ভেসে যায়। যাঁরা ওই সময় যাত্রায় অংশ নিচ্ছিলেন, তাঁদের অনেকেই হড়পা বানে ভেসে যান। এখনও বহু মানুষ নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারী দল এবং সেনা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখনও পর্যন্ত ৬৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজদের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। যাত্রাপথে থাকা একটি লঙ্গরখানাও হড়পা বানের জেরে সম্পূর্ণভাবে ভেসে যায়। সেখানে থাকা বহু মানুষও হঠাৎ বন্যার কবলে পড়ে নিখোঁজ হন।
এই দুর্যোগ শুধু প্রাণহানি নয়, গোটা এলাকায় ছড়িয়ে দিয়েছে ভয়াবহ আতঙ্ক। পাহাড়ি অঞ্চলে যেকোনও সময় মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বান নামার সম্ভাবনা থাকায় প্রশাসন সতর্কতা জারি করেছে। মাচাইল যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে, এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊