toy train darjeeling : এবারে দুর্ঘটনার কবলে টয় ট্রেন !

toy train darjeeling : এবারে দুর্ঘটনার কবলে টয় ট্রেন !

পুঁ ঝিক ঝিক করে পাহাড়ের রাস্তায় একেঁবেঁকে চলা টয়ট্রেন ৮ থেকে ৮০ সবার বুকেই এক অন্য অনুভূতির জন্ম দেয়। শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে সুকনা স্টেশন পার করে পাহাড়ি রাস্তায় লাইনচ্যুত হয়ে উল্টে যায় একটি টয় ট্রেনের ইঞ্জিন।


ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ কর্তারা দ্রুত পৌঁছে যান। সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিন সকালে নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই টয় ট্রেনের ইঞ্জিনটি।


কিন্তু সুকনার কাছে পৌঁছতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইঞ্জিনটি। এরপরই আচমকা লাইনচ্যুত হয়ে গিয়ে উল্টে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের কর্তারা।


জানা গিয়েছে, ক্রেনের সাহায্যে টয় ট্রেনের ইঞ্জিনটি আবার লাইনে তোলার কাজ শুরু করা হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।


রেল সূত্রের খবর ওই ইঞ্জিনে থাকা চালক এবং সহকারী চালক দুজনই সুস্থ রয়েছেন। যদিও এই নিয়ে রেলের তরফে এখনও কিছু জানানো হয়নি।