Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রনক্ষেত্র সিউড়ির পুরন্দরপুর

তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রনক্ষেত্র সিউড়ির পুরন্দরপুর 

Birbhum news


তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রনক্ষেত্র সিউড়ি। বীরভূম জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা সিউড়ি দুইনং ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম এবং সিউড়ি দুইনং ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডলের অনুগামীদের মধ্যে সংঘর্ষে রনক্ষেত্র হয়ে উঠে পুরন্দরপুর এলাকা ।

২৬ এপ্রিল শনিবার তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগামীদের নিয়ে কার্যালয়ে গিয়েছিল তখন বাধা পায় । বিরোধী গোষ্ঠীর লোকজন তাঁদের দেখে পালটা স্লোগান দেয় নেতাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ । বিক্ষোভকারীদের বেশিরভাগের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ । পরিস্থিতি নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে আতঙ্কে পুরন্দরপুর বাজার বন্ধ হয়ে যায় ।

সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় । সেখান থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । বীরভূম জেলাপরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম এবং তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অশ্বিনী মন্ডল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code