কফিনে ফিরলো জওয়ানের দেহ, গান স্যালুটে শেষ বিদায় ঝন্টু আলি সেখকে

Sahid Jhantu Ali sekh


নদিয়ার তেহট্টের পাথরঘাটা গ্রামে বীর শহিদ ঝন্টু আলি শেখকে শেষ শ্রদ্ধা। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ঝন্টু আলি শেখকে গান স্যালুটে বিদায় জানালেন জওয়ানেরা।

শুক্রবার রাতে রাজ্যে নিয়ে আসা হয়েছিল ঝন্টুর কফিনবন্দি দেহ। রাতে দেহ নিয়ে যাওয়া হয়েছিল ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেখান থেকে শনিবার সকালে দেহ নিয়ে যাওয়া হয় তেহট্টের পাথরঘাটায় জওয়ানের গ্রামের বাড়িতে। সেখানে গান স্যালুটে ঝন্টুকে শেষ বিদায় জানানো হয়।

ঝন্টুর কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা, বাবা এবং স্ত্রী। স্ত্রী বলেন, ‘‘আমরা শুধু বদলা চাই। যে ভাবে ওঁকে মারা হয়েছে, জঙ্গিদেরও ওই ভাবেই মারা হোক।’’ সকাল থেকে ঝন্টুর বাড়িতে ভিড় করেছিলেন পাড়াপড়শিরা।

পহেলগাম কাণ্ডে শোরগোল সারা দেশজুড়ে। সেই আবহে জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেনা জওয়ান ঝন্টুর। ৬ প্যারা এসএফ এ কর্মরত ছিলেন ঝন্টু আলি সেখ। ঝন্টুর দাদা নাজিম এবং বৌদি অনিন্দিতা শেখও ভারতীয় সেনায় রয়েছেন। অনিন্দিতা কাশ্মীরেই রয়েছেন।