সুসম্পর্ক তৈরির জন্য পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ !

Bangladesh has asked Pakistan for $4.32 billion in compensation to establish good relations!



শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার পরে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ছবি। একদিকে যখন ভারত ও বাংলাদেশের দূরত্ব বেড়েছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।


বাণিজ্য থেকে সামরিক, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান ক্রমশ ঘনিষ্ট হচ্ছে। তবে এবার সম্পর্কের আরও উন্নতি চেয়ে স্বাধীনতাপূর্ব সময়ের ক্ষতিপূরণ চাইল বাংলাদেশ। এই বিষয়ে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানান, বাংলাদেশের আগের একটি হিসাবে ৪০০ কোটি ডলার এবং আরেকটা হিসাবে ৪৩২ কোটি ডলার। এই হিসাব পাকিস্তানের বিদেশ সচিবকে জানানো হয়েছে।


এই ৪৩২ কোটি ডলার চাওয়ার কারন হিসাবে জানাগেছে, বাংলাদেশে স্বাধীনতা পূর্ব সময়ে নৃশংস গণহত্যার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায় পাকিস্তানি সেনা। এছাড়াও পশ্চিম পাকিস্তান আমলে প্রাপ্য প্রাদেশিক অনুদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রাপ্ত বৈদেশিক অর্থ সাহায্য থেকেও বঞ্চিত করা হয়েছিল। এবার পাকিস্তানের কাছে সেই ক্ষতিপূরণ হিসাবে সর্বমোট ৪৩২ কোটি ডলার চাইল মুহম্মদ ইউনুস সরকার।

এই আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দলকে ঢাকার তরফে বার্তা দেওয়া হয়েছে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ইসলামাবাদকে ‘অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলি’র সমাধান করতে হবে।

আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সেটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা প্রয়োজন।”

এছাড়াও পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে ঝোঁকা মনে হয় না। আমরা পাকিস্তানের সঙ্গে যেভাবে এনগেজ হচ্ছি সেটার ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক লাভ। আমরা আমাদের লাভের দিকে দেখছি।’