পূর্ণিমার কটালে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীবাঁধে ৫০মিটার ধস, আতঙ্কে এলাকাবাসী

River side


দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে আজ ভোর রাতে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কশতলা এলাকায় হঠাৎ মুড়িগঙ্গা নদী বাঁধে ধস নামলো। । প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে । এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন। 



এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে, পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে। কারণ এখন পূর্ণিমার কোটাল চলছে। নদীর জল আরও বাড়বে। জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধস নেওয়ার সম্ভাবনা রয়েছে।প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে বস্তা ভর্তি করে মাটি নিয়ে কবলিত এলাকাগুলিতে সারিবদ্ধ ভাবে বসিয়ে মেরামতির চেষ্টা চালানো হবে। শ্রমিকরা বস্তায় মাটি ভর্তি করছেন আপৎকালীন এই সমস্যা সমাধানের জন্য।
 


ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে ঘটনাস্থলে এসে জানিয়েছেন রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করলে গঙ্গাসাগরকে রক্ষা করা যাবে না। তাই স্থানীয় প্রশাসন ও রাজ্য প্রশাসনের উচিত গঙ্গাসাগরে স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে গঙ্গাসাগর দ্বীপটাকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা।