শিলিগুড়ি পৌরনিগমে অনুষ্ঠিত হলো ৩৯তম বোর্ড মিটিং, প্রথমবার আয়োজিত হবে নদী উৎসব

River Festival to be held for the first time



শিলিগুড়ি পৌরনিগমের মূল সভা কক্ষে অনুষ্ঠিত হলো ৩৯তম বোর্ড মিটিং। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শাসক ও বিরোধী দলের সকল কাউন্সিলর। সকল দলের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন, কেউই বয়কট করেননি এদিন।

সভায় শহরের যানজট, রাস্তাঘাট, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। মাঝে মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বৈঠক সম্পন্ন হয়।

মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়িতে এই প্রথম 'নদী উৎসব' আয়োজিত হতে চলেছে আগামী জুন মাসে। নদী সংরক্ষণের উদ্দেশ্যে এই উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব পাসও হয়েছে। উৎসবের নির্দিষ্ট তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে।