খারুভাঁজে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

One arrested with banned Yaba tablets in Kharubhanj



দিনহাটা: 

খারুভাঁজে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করল পুলিশ। বুধবার সকালে জেলা পুলিশের তরফে এই তথ্য জানানো হয়।

জানা গেছে গতকাল রাতে, খারুভাঁজে আটিয়ালডাঙ্গার বাসিন্দা জহরুল শেখ কে একটি মোটরসাইকেলসহ আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপর তল্লাশি চলাকালীন তার কোমর থেকে ৯৮ গ্রাম ওজনের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট (১০০০ পিস) উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এই তল্লাশি ও জব্দকার্য NDPS আইনের সমস্ত প্রক্রিয়া মেনে সম্পন্ন করা হয় এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জহরুল শেখের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় NDPS আইনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এই অভিযান চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শা।