চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি আক্রমণের প্রতিবাদে দিনহাটা থানায় বামপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ

Dinhata News


দিনহাটা

চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি আক্রমণের প্রতিবাদে দিনহাটা থানায় বামপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ।

বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ মিনিটে দিনহাটা থানার সামনে বামপন্থী সংগঠনগুলির অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। SFI (ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া), DYFI (ডেমোক্র্যাটিক যুব ফেডারেশন), AIDWA (অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেন্স অ্যাসোসিয়েশন), ABTA (অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন) এবং ABPTA (অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন)-এর কর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। 


প্রসঙ্গত গতকাল রাজ্যজুড়ে বিভিন্ন DI (ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর) অফিসে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আন্দোলনে পুলিশ প্রশাসন অত্যধিক বলপ্রয়োগ করে, যা গণতান্ত্রিক প্রতিবাদ অধিকারের লঙ্ঘন। সেই কারণে আজকের অবস্থান বিক্ষোভ সেই ঘটনার তীব্র নিন্দা ও ন্যায়বিচারের দাবিতে সংগঠিত হয় বলে জানান বামপন্থী সংগঠনের নেতৃত্বরা।