SSC ভবনের সামনে ধুন্ধুমার, চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ
সন্ধ্যা ৬ টা পেরিয়ে গেছে, তবু যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারলো না স্কুল সার্ভিস কমিশন। সকাল থেকেই কমিশন অফিসে ভীর জমতে শুরু করে চাকরিহারাদের।
দীর্ঘ অপেক্ষার পর যখন চাকরিহারাদের প্রতিনিধিদের জানানো হয়েছে বলে দাবী করে তারা জানায়, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নাকি জানিয়েছে, আজ মাত্র তিনটি কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে। এই খবর প্রকাশ্যে আসতেই এসএসসি ভবনের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
তাঁদের দাবি, সমস্ত তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত চলবে অবস্থান। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। চাকরিহারাদের সঙ্গে পুলিশ কর্মীদের ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। মোকাবিলায় অতিরিক্ত পুলিশ বাহিনীও আনা হয়েছে।
প্রসঙ্গত, শীর্ষ আদালতের রায়ে আচমকা চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক। যোগ্য-অযোগ্য কারা, সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশের দাবি ছিল চাকরিহারাদের। গত সপ্তাহে এসএসসি দপ্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কমিশনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। আশ্বাস মেলে, ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যর পৃথক তালিকা প্রকাশের সম্ভাবনা।
চাকরিহারাদের মতে, কমিশন জানিয়েছিলো আজ সন্ধে ছ’টার মধ্যে এই তালিকা আপলোড করা হবে। কিন্তু ঘড়ির কাটা সন্ধ্যে ৬ টা অতিক্রম করলেও সেই তালিকা প্রকাশিত হয়নি। এদিকে এসএসসির চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করতে আচার্য ভবনের ভিতরে গিয়েছিলেন ১২ জন প্রতিনিধি।
সূত্রের দাবি, এসএসসির তরফে তাঁদের জানানো হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে। এই খবর এসএমএস করে বাইরে থাকা চাকরিহারাদের জানিয়ে দেন ভিতরে থাকা প্রতিনিধিরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিচ্যুতরা। বাইরে বিক্ষোভে ঘি পড়ার পাশাপাশি এসএসসি চেয়ারম্যানেরর ঘরের বাইরে অবস্থানে বসে পড়েন তারা। বাইরে থাকা বিক্ষোভকারীরা পুলিশকে ঠেলে এসএসসি ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখনই পুলিশ কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊