Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণ নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী

দিনহাটা সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণ ঘিরে বিতর্কের অবসান হয়েছে, জানালেন মন্ত্রী

Controversy over construction of stadium at Dinhata Samhati Maidan has ended, says minister


দিনহাটা:

দিনহাটা সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণ ঘিরে বিতর্কের অবসান হয়েছে, জানালেন মন্ত্রী। সোমবার বিকেল চারটে নাগাদ মন্ত্রী উদয়ন গুহকে ফোন করা হলে তিনি জানান "ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে একটি মেইল করেছিল নির্মাণ কাজ বন্ধের। সেই মেইলের পরিপ্রেক্ষিতে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। স্টেডিয়াম নির্মাণ কাজ চালু রয়েছে।

প্রসঙ্গত দিনহাটার সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় দুই কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হলেও, ভূমি দপ্তরের অনুমতি না নেওয়ায় তা আপাতত বন্ধ করার নির্দেশ দেয় জেলা প্রশাসন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দিনহাটার অন্যতম ক্রীড়াক্ষেত্র সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, এই স্টেডিয়ামে এক হাজারেরও বেশি দর্শক বসে খেলা দেখতে পারবেন।

ইতিমধ্যেই মাঠে কাজও শুরু হয়ে গেছে। তবে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কল্যাণ কুমার নাথ বলেন সংহতি ময়দান এক নম্বর খতিয়ানে নথিভুক্ত এবং এই জমির মালিকানা জেলা কালেক্টরের অধীনে। অনুমতি ছাড়াই নির্মাণ কাজ শুরু করায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা হলেও তা আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন ধরেই সংহতি ময়দানে স্টেডিয়ামের দাবি জানিয়ে আসছিলেন ক্রীড়াপ্রেমীরা। দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন ক্লাব এই মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করে। দিনহাটার সংহতি ময়দান বহুদিন ধরেই ক্রীড়াপ্রেমীদের অন্যতম ভরসাস্থল। উঠতি খেলোয়াড়দের প্রতিদিনের অনুশীলন থেকে শুরু করে, দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের খেলা আয়োজন—সবকিছুরই সাক্ষী এই মাঠ। বহুদিন ধরেই দিনহাটার ক্রীড়াপ্রেমী মানুষজন এখানে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

উন্নত পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্টেডিয়াম দিনহাটার ক্রীড়াক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করেছিলেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা। ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছিল সংহতি ময়দানে। নির্মাণ কার্য নিয়ে বিতর্ক শুরু হলেও ক্রীড়া প্রেমীদের হতাশার অবসান ঘটালেন মন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code