বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে গেল প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের মামলা

Highcourt


প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলায় নয়া মোড় নিয়েছিল সকালে। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হয়নি কলকাতা হাই কোর্টে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। এরপর এবার সেই মামলা গেল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞনম মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে পাঠিয়েছেন বলে খবর।

প্রাথমিকে চাকরি বাতিলের এই মামলার সোমবার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতি সেন ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠান। এর পরে প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে পাঠান।

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট রাজ্যে প্রায় ২৬ হাজার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। রাজ্য জুড়ে এই মামলার রায় নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এরই মধ্যে প্রাথমিকে চাকরি মামলার শুনানি ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। প্রাথমিকের মামলায় কি হয় সেদিকে নজর ছিল সকলের। কিন্তু শুনানির আগেই মামলা থেকে সড়ে দাঁড়ান বিচারপতি সেন।