PBKS vs KKR Match Highlights: ১১১ তুলেও রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরকে হারাল পঞ্জাব
নিজেদের ডেরায় বিপর্যস্ত পঞ্জাব কিংসের ব্যাটিং। ২৭ বল বাকি থাকতে প্রীতি জিন্টার দলের অল আউট মাত্র ১১১ রানে। কেকেআর সমর্থকদের মনে তখন উল্লাস। এই অল্প রান তাড়া করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকবে কেকেআর আশাবাদী ছিল সকল সমর্থকই। কিন্তু শেষমেষ কি হল! ১১১ রান তাড়া করে লক্ষ্যেই পৌঁছাতে পারলো না কেকেআর।
পাঞ্জাবের হয়ে আর্য ও প্রভসিমরন শুরুটা ভালো করলেও একে একে ব্যর্থ পাঞ্জাব ব্যাটাররা। আর্য ২২ ও প্রভসিমরন ৩০ রান করেন। এদিন ব্যর্থ হন শ্রেয়স। খালি হাতেই ফেরেন তিনি। শশাঙ্ক করে ১৮। ১৬ তম ওভারের তৃতীয় বলে ১১১ রানে পুরো পাঞ্জাব টিম প্যাভিলিয়নে ফেরে কেকেআরের বোলিং দাপটে। হর্ষিত রানা তিন উইকেট সংগ্রহ করে। দুটি করে উইকেট সংগ্রহ করে নারিন ও বরুন।
জবাবে ব্যাট করতে নেমেও ধস নামে কলকাতার ব্যাটিং লাইন আপে। শুরুতেই ব্যর্থ কলকাতার দুই ওপেনার। এরপর রাহানে ১৭ রান করেন। ৩৭ করেন রঘুবংশী। একটু চেষ্টা চালিয়ে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন রাসেল। আর কেউই তেমন খেলতে পারেনি। ৯৫ রানে পুরো কলকাতা টিম প্যাভিলিয়নে ফেরে। যুজবেন্দ্র চাহাল একাই চারটি উইকেট সংগ্রহ করে। তিনটি উইকেট নেন মার্কো। ১৬ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ জয়ের নজির।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊