দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি পাচ্ছে দেশ, শপথ ১৪ই মে

Supreme court


সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বিআর গবইকে বাছলেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। আগামী ১৩ই মে মেয়াদ শেষ বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার আর ১৪ই মে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি বিআর গবই।

নিয়ম অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরাধিকার হিসাবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। সেই নিয়মেই বর্তমান প্রধান বিচারপতির কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার আবেদন জানানো হয়। শপথগ্রহণের পর বিচারপতি গবই হবেন দেশের ৫২তম প্রধান বিচারপতি।

১৪ মে শপথগ্রহণের পর থেকে ছ’মাস এই পদে থাকবেন বিচারপতি গবাই। বিচারপতি গবইয়ের অবসর ২০২৫ সালের নভেম্বর মাসে। ২০০৩ সালে সালে বম্বে হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ১৫ বছর সেখানে কাজ করার পর ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। তাঁর বাবা আরএস গবই সমাজকর্মী ছিলেন। বিহার এবং কেরলের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলে বিচারপতি গবই হবেন দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি। মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা তিনি।