Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: চাকরিহারাদের সমাবেশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: চাকরিহারাদের সমাবেশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

mamata-banerjee-meet-who-lost-job-in-sc-verdict



সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫২জন শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত। তারপরই ‘যোগ্য’দের চাকরি যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এবার তাঁদের পাশে দাঁড়িয়ে আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বঞ্চিত’ শিক্ষকদের সমাবেশে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব ও আইনজীবীরা থাকবেন। 

ম্যখ্যমন্ত্রী বলেন, “ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। আপনারা আবেদন করতে পারবেন নতুন পরীক্ষার জন্য। আমরা পাশে আছি।”

নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্ট গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সেখানেও হাই কোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত।

আলাদা করা গেল না যোগ্য-অযোগ্যদের। হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করল, সুপ্রিম কোর্ট। বাতিল হল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, 'যাঁরা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন, তাঁরা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন। ৩ মাসে মধ্যে এই কাজ শেষ করতে হবে'।


এদিকে, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন ২০১৬-এর চাকরিপ্রার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code