ফের ধোনি ধামাকা, যোগ্য সঙ্গে দুবের, জয়ে ফিরলো চেন্নাই সুপার কিংস

MSD


ফের ধোনি ধামাকা। লক্ষ্নৌয়ে ঘরের মাঠে ধোনির চেন্নাইয়ের কাছে হারলো সুপার জায়ান্টস। ধোনি ফের একবার মনে করালেন চাপের মুখে এখনোও স্বমহিমায় লড়াই করার শক্তিধর তিনি।

এদিন প্রথম ব্যাট করতে নেমে ওপেনার মার্কারম ব্যর্থ হলেও মার্শ করেন ৩০। ব্যর্থ হন পুরানও। ৬৩ রানের ইনিংস খেলে দলকে টানলেন এদিন পন্থ। আয়ুশ ২২ ও সামাদের ২০ রানের যোগ লখনৌকে ১৬৬ রানের ইনিংস গড়তে সাহায্য করে। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন জাদেজা ও পাথিরানা। 

জবাবে ব্যাট করতে নেমে এদিন রাচিন ও রশিদ জুটি ভালোই টানেন দলকে। রশিদের ২৭ ও রাচিনের ৩৭ রানের দুরন্ত ইনিংসের পর ব্যর্থ হন ত্রিপাঠি, জাদেজা ও শঙ্কর। এদিন ফের দেখা গেল ধোনি ধামাকা সাথে যোগ্য সঙ্গে দিলেন দুবে। ১১ বলে করে ২৬ করে অপরাজিত ধোনি সাথে ৩৭ বলে ৪৩ করে অপরাজিত দুবেও। ৫ উইকেটে জয় ছিনিয়ে নিলো সিএসকে। লখনৌয়ের হয়ে দুটি উইকেট নেন বিষ্ণোই। 

৪৪ ছুঁইছুঁই ধোনির ব্যাট চার-ছক্কার দেখার আশাতেই তো মাঠ ভরান হাজার হাজার দর্শক। আইপিএলে হলুদ জার্সিতে সাত নম্বর জার্সিধারী ৫ ফুট ১০ ইঞ্চির মানুষটা মাঠে নামবেই গোটা মাঠ ধোনি ধোনি চিৎকারে ফেটে পড়ে। লখনৌতেও ছিল না এর ব্যতিক্রম।