অবস্থান প্রত্যাহার করে স্কুলে ফিরছে শিক্ষকরা!

ssc


এসএসসি ভবনের সামনে অবস্থান প্রত্যাহার করে ক্লাসরুমে ফিরছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার চাকরিহারাদের। সোমবার থেকে স্কুলে । ২৯ এপ্রিল পর্যন্ত স্কুলে যাবেন।

তাঁরা জানায়, "আংশিক ভাবে আমাদের দাবি পূরণ হয়েছে। যে তালিকা প্রকাশের কথা আমরা বলেছিলাম সেই মত ডিআই অফিসে তালিকা পাঠানো হয়েছিল তাতে আমরা বেশ কিছু ভুল দেখেছি। যোগ্যদের নাম অনেকেরই বাদ হয়েছে। আজ এবং কাল আমরা সময় দিয়েছি তা না হলে আমরা আবারো বিকাশ ভবন ঘেরাও এর ডাক দেবো।"

আরো জানায় "৩০ তারিখ থেকে গরমের ছুটি পড়েছে তাই কোর্টের নির্দেশ মতো আমাদের স্কুলে যাওয়াটা দরকার। তাই আমরা এখন স্কুলে যাব। তারপর আবারও আমরা আন্দোলন করবো। এখন আমরা এসএসসির সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করছি। আর আমাদের রিভিউপিটিশনও করতে হবে আর জন্য সমস্ত কিছু রেডি করব। শহিদ মিনারে আপাতত যাদের নিম আসেনি তাদের নিয়ে আমরা অবস্থান করবো। শহিদ মিনারে আজ এবং কাল আমরা আন্দোলন চালাবো।

ইতিমধ্যেই যাদের নাম আসেনি তাদের নাম সংগ্ৰহ করে আমরা চেয়ারম্যান কে জমা দিয়েছি। গতকাল টেন্টেড মিছিল এখানে এসে আমাদের উপর আক্রমণ করা মন্তব্য করে। পুলিশের কাছে আমরা গেলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। দফায় দফায় ঝামেলা হয়। ইট তুলে ছোঁড়া হয়। সেই কথা চিন্ময় মন্ডল বোঝাতে গেলে তারা তাদের আক্রোশ মেটানোর জন্য আমাদের ওপর চড়াও হয়। চিন্ময় কে থাপ্পড় মারা হয় ।

রিভিউ পিটিশনে যাতে কোনো বাধা না হয় তার জন্য আমরা চেয়ারম্যান কে সময় দিলাম ।"

আদালতের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন, কারা বেতন পাবেন, সে তালিকা ইতিমধ্যে ডিআই অফিসে পাঠানো হয়েছে। স্কুলেও পৌঁছে গেছে নির্দেশ। অথচ কারা অযোগ্য সেই তালিকা এখনও পর্যন্ত সামনে আনেনি এসএসসি। কে যোগ্য, কে অযোগ্য তা স্পষ্ট হয়নি। সেই নিয়েই এবার এসসএসসি দফতরের সামনে আন্দোলনেও উত্তেজনা ছড়াল।