ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ, জানুন বিস্তারিত
Indian Railway Railway Recruitment Board RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন অনলাইনে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ১২/০৪/২০২৫
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১১/০৫/২০২৫
শেষ তারিখ পরীক্ষার ফি প্রদান: ১৩/০৫/২০২৫
সংশোধন / পরিবর্তিত ফর্ম: ১৪-২৩ মে ২০২৫
আবেদন ফি
সাধারণ / OBC / EWS: 500/-
SC / ST / PH: 250/-
সকল শ্রেণীর মহিলা: 250/-
পর্ব I পরীক্ষায় অংশগ্রহণের পর
UR/OBC/EWS ফি ফেরত: 400/-
SC / ST / PH / মহিলা ফেরত: 250/-
পরীক্ষা ফি শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ফি মোডের মাধ্যমে পরিশোধ করুন।
০১/০৭/২০২৫ তারিখের বয়সসীমা
ন্যূনতম বয়স: ১৮ বছর
সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
রেলওয়ে নিয়োগ বোর্ড RRB ALP নিয়োগ বিজ্ঞাপন নং CEN ০১/২০২৫ শূন্যপদ বিধি অনুসারে অতিরিক্ত বয়স শিথিলকরণ।
মোট ৯৯৭০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন কারীকে ITI from NCVT / SCVT Certificate in Fitter, Electrician, Instrument Mechanic, Millwright/Maintenance Mechanic, Mechanic (Radio & TV), Electronics Mechanic, Mechanic (Motor Vehicle), Wireman, Tractor Mechanic, Armature & Coil Winder, Mechanic (Diesel), Heat Engine, Turner, Machinist, Refrigeration & Air- Conditioning Mechanic। সহ মাধ্যমিক পাশ হতে হবে অথবা Diploma in Mechanical / Electrical / Electronics / Automobile Engineering (OR) combination of various streams of these Engineering disciplines from a recognised Institution in lieu of ITI সহ মাধ্যমিক পাশ অথবা BE / B.Tech Degree in Mechanical / Electrical / Electronics / Automobile Engineering পাশ হতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊