ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাচ্ছে ভারত, কবে? ঘোষিত সূচি
ওপার বাংলার দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সাদা বলের সূচি ঘোষণা করল বিসিসিআই। তিন ম্যাচের টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দল ১৩ অগাস্ট বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করবে। ১৭ অগাস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়। ২৬শে আগস্ট থেকে টি টোয়েন্টি সিরিজ।
১৭ ও ২০ অগাস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ান ডে খেলা হবে। ২৩ অগাস্ট সিরিজ়ের শেষ ওয়ান ডে ম্যাচ খেলা হবে চট্টগ্রামে। ২৬ অগাস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচও এই মাঠেই খেলা হবে। এর পর ফের একবার দুই দল মিরপুরেই ২২ গজের মহারণে ফিরবে। ২৯ ও ৩১ অগাস্টে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ।
প্রথমবার বাংলাদেশের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তবে বর্তমান রমরমিয়ে চলছে আইপিএল। আর আইপিএলের মাঝে বাংলাদেশ সফরের খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊