মালদার এক স্কুলের চাকরি খোয়ালো ৪ জন, কান্নায় ভেঙে পড়লো স্কুলেই

Malda School


সুপ্রিম কোর্টের রায় ২০১৬ এসএসসি প্যানেল বাতিল ! চাকরি খোয়ালো, মালদার একটি স্কুলের চারজন শিক্ষিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ালো পুরাতন মালদার আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের চার জন শিক্ষিকার। সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল চত্বরে রীতিমতো কান্নার রোল। 


স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস এই বিষয়ে জানিয়েছেন তিনজন শিক্ষিকা ২০১৯ সালে চাকরি পেয়ে আমাদের এই স্কুলে জয়েন করেন।পাশাপাশি অপর আরেকজন শিক্ষিকা ২০২১ সালে অন্য স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে আসেন। মোট চারজন শিক্ষিকার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্টের নির্দেশে। এই চারজনেই মালদার বাসিন্দা। যদিও চাকরি হারার বিষয়ে এই চারজন শিক্ষিকার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্ট গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সেখানেও হাই কোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত।



আলাদা করা গেল না যোগ্য-অযোগ্যদের। হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করল, সুপ্রিম কোর্ট। বাতিল হল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, 'যাঁরা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন, তাঁরা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন। ৩ মাসে মধ্যে এই কাজ শেষ করতে হবে'।