প্রধানের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় যুবতী, চাঞ্চল্য দিনহাটায়

Dinhata News



বিয়ের দাবিতে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় এক যুবতি , ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের বাড়িতে ধরনায় বসে ওই যুবতী। 


ওই যুবতীর অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের সাথে দীর্ঘদিন ধরেই তার সম্পর্ক। এমনকি তাদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন শুধু তাই নয় শারীরিক সম্পর্কও হয়েছে বলে ওই যুবতী অভিযোগ করেন। তিনি আরো বলেন, পরবর্তীতে মানবেন্দ্র রায় ও তার ছেলে তাকে মানতে অস্বীকার করে । দীর্ঘদিন ধরেই প্রধান ও তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ওই যুবতী অভিযোগ করেন। তাই এদিন বিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবতী। 



জানা যায় ওই যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারী সংলগ্ন এলাকায়। ওই ধরনার খবর পেয়ে দিনহাটা থানা পুলিশ সেখানে পৌঁছে যায়। একাধিকবার ওই যুবতীকে বোঝানোর চেষ্টা করে পুলিশ আধিকারিকরা। পরে বাধ্য হয়ে দীর্ঘ দু'ঘণ্টা ধরে ধরনা চলার পর ওই যুবতীকে পুলিশ আটক করে নিয়ে যায়, দিনহাটা থানায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 



এদিকে এই ঘটনা নিয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবটাই রাজনৈতিক চক্রান্ত। আমি যাতে কোনভাবেই রাজনৈতিক দিক দিয়ে উঠতে না পারি সেইজন্য আমাকে ফাঁসানোর হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।