ভিনরাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার এক পরিযায়ী শ্রমিক

Malda News


মালদা :- 

ভিনরাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজের পর বেশ কয়েক দিন কাটতে চললেও, এখনও তার কোন হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ।


জানা গেছে, নিখোঁজ শ্রমিকের নাম বুদ্ধু চৌধুরী। বয়স ৪৫ বছর। বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের ব্রীজ কলোনী এলাকায়। তার স্ত্রীর নাম গঙ্গামুণি চৌধুরী। স্ত্রীর অভিযোগ, গত ২৮শে মার্চ তার স্বামী এক ব্যক্তির সঙ্গে ভিনরাজ্য জম্মু-কাশ্মীরে শ্রমিকের কাজ করতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর স্বামী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়েন। তারা বিভিন্নভাবে অনেক খোঁজখবর করেন। কিন্তু তার কোন খোঁজ মেলেনি।  



গত ৪ঠা এপ্রিল এই মর্মে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরী করেন। কিন্তু ডায়েরী করার পর বেশ কয়েক দিন কেটে গেলেও স্বামীর কোন হদিশ মেলেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারবর্গ। পরিবারের একমাত্র উপার্জনশীল গত কয়েক দিন ধরে নিখোঁজ থাকায় চার মেয়েকে নিয়ে চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন নিখোঁজ শ্রমিকের স্ত্রী।



এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য করুণ বিশ্বাস জানান, বুদ্ধু চৌধুরী ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাকে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছেন। পুলিশও খোঁজ খবর করছে। তবে এখনও তার কোন খোঁজ মেলেনি।